গণমাধ্যমে বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মা’রা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আমু পানি ও সাবান ভয় পেতেন।
কয়েক মাস যাবত অসুস্থ থাকার পর রোববার তিনি মা’রা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন। ইরানের ফারস প্রদেশের বাসিন্দা আমুকে তার গ্রামের লোকেরা বারবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
তবে স্থানীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে লোকজনের চাপে পড়ে আমু হাজি গোসল করতে রাজি হন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থা অনুযায়ী, এর কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে যান এবং রোববার তার মৃ’ত্যু ঘটে।