প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের সমাবেশ ঘিরে, সরগরম রাজশাহী। মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান সাজানো হয়েছে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সমাবেশস্থল- মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা।
চার বছর পর, রবিবার রাজশাহীতে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
বিকেলে নগরীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা। তাঁর সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রী রাজশাহীতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সকালে যোগ দেবেন বাংলাদেশ পুলিশ একাডেমির শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে।