গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং পুনর্গঠনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সহায়তা নেয়া যেতে পারে।
স্থানীয় সময় রবিবার (৯ ফেব্রুয়ারি) নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, হামাস ট্রাম্পের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশেক বলেন, ‘গাজা কোনো সম্পত্তি নয়, যা কেনা-বেচা করা যাবে। এটি আমাদের ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ।’
ট্রাম্পের এই প্রস্তাবের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের প্রস্তাবের বিরোধিতা করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকিতে ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। আরব রাষ্ট্রগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর মালিকানা প্রতিষ্ঠা করবে। এছাড়া ফিলিস্তিনিদের দেশছাড়া করে অঞ্চলটি পুননির্মাণ করার কথাও জানান মার্কিন প্রসিডেন্ট।