ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিকে রোগীরা ফোন দিলে তালা খোলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সেবা নিতে এলে ক্লিনিক প্রায় সময় বন্ধ দেখা যায়। ক্লিনিকের অযত্নে দায়িত্ব থাকা সিআইচসিপি মো. আফফান হোসাইন ঝুলন সময় মতো ক্লিনিকে আসেন না। ক্লিনিকের দেয়ালে লিখা মোবাইল নম্বরে কল দিলে দায়িত্বপ্রাপ্তরা তড়িঘড়ি করে ক্লিনিকে এসে থাকেন বলে অভিযোগ রয়েছে।
সেবা নিতে আসা উপকারভোগী লায়লা আক্তার অভিযোগ করেন, যখন এ ক্লিনিকে আসি বন্ধ পাই। অনেকক্ষণ অপেক্ষা কিংবা ফোন করলে তিনি এসে ক্লিনিক খুলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিকে মো. আফফান হোসাইন ঝুলনের বাড়ি ক্লিনিকের পাশে। সে ইচ্ছে হলে ক্লিনিকে আসে অন্যথায় বন্ধ থাকে। নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা নিতে আসা উপকারভোগীরা পাশে অবস্থিত ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত দাতব্য চিকিৎসা কেন্দ্র ওয়াহিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেবা গ্রহণ করছে।
অন্যদিকে এ ক্লিনিকের চারপাশের আঙ্গিনা ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশে পরিনত হয়েছে। দীর্ঘদিন অবহেলায় ক্লিনিকের পরিবেশ বেশ নাজুক হয়ে উঠেছে।
তবে নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিকে নিয়ম অনুযায়ী সেবা প্রদান করা হচ্ছে বলে জানান সিআইচসিপি মো. আফফান হোসাইন ঝুলন। তিনি জানান, ছাগলনাইয়া উপজেলায় মোট ২৭টি কমিউনিটি ক্লিনিকে ২৭ জন সিআইচসিপি থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৭ জন সিআইচসিপি রয়েছে। যার ফলে আমরা মাঝে মাঝে ক্লিনিক বন্ধ রেখে অন্যত্রে কাজ করতে হয় বিধায় সাময়িক সেবায় বিঘ্ন ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলটন জানান, ক্লিনিকের পাশে সিআইচসিপির বাড়ী হওয়াতে হয়তো মাঝে মধ্যে বিলম্বে খোলে তবে সেবার বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন জানান, সময় মতো ক্লিনিক না খোলা অপরাধ।
যূথী/দীপ্ত সংবাদ