কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের “আমরা রাজাকার” বলে স্লোগান মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।
সোমবার (১৫ জুলাই) ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা এ মন্তব্য করেন।
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন নয়। ৫২‘র ভাষা আন্দোলন, ৬৯‘র গণঅভ্যুত্থান, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে। মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে এই নতুন প্রজন্মকে একত্রিত করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা। যার ফলে ৫০ বছর পর হলেও মানবতা বিরোধী অপরাধের দায়ে দন্ডিত রাজাকার, আলবদরদের এদেশে বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু শিক্ষার্থী “আমরা রাজাকার” বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের ঘৃণ্য তৎপরতার প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এই রাজাকার আলবদর শব্দকে ঘৃণা করে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী যেকোন যড়যন্ত্র বানচাল করে দেবে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ