পরিবেশ ছাড়পত্র না থাকায় কুমিল্লার চান্দিনায় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ইটভাটা দুটো ভেঙে ফেলা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোহাইবের নেতৃত্বে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে এ অভিযান চালানো হয়। দুটি ইটভাটা হচ্ছে চান্দিনার নাওতলা এলাকার হাজী ব্রিকস ও জিরোআইস এলাকার মমতাজ ব্রিকস– টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইটভাটা নিয়ন্ত্রণ আইনে ওই দুটি ইটভাটাকে চার লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটা দুইটি বন্ধ ঘোষণা করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা
আল / দীপ্ত সংবাদ