বাংলাদেশের টি ২০ বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর। তার আগে দারুণ একটি সুখবর পেলেন সাকিব আল হাসান। টি ২০ অলরাউন্ডারদের মোহাম্মদ নবীকে টপকে আবারও শীর্ষে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
লম্বা সময় অলরাউন্ডের র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন সাকিব। ১৯ অক্টোবর আইসিসির হালনাগাত র্যাংকিংয়ে ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে আসেন।
মূলত ত্রিদেশীয় সিরিজে দুরদান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৮ রান। দুর্দান্ত এই হাফ সেঞ্চুরি দিয়ে আসর শুরু করেন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান সুসংহত করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৮৬১)। দুইয়ে থাকা ভারতের সূর্যকুমার যাদবের (৮৩৮) চেয়ে ২৩ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। ৮০৮ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৩ ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস (৩৬)। এক ধাপ এগিয়েছেন আফিফ হোসেন (৪৩)। সাকিব আছেন ৫৬ নম্বরে। বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।
আল\দীপ্ত