পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ক্ষেপণাস্ত্র হামলা‘ চালিয়েছে ভারত।
শনিবার (১০ মে) ভোর সাড়ে তিনটায় পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পাকিস্তান সামরিক মুখপাত্র বলেন, ভারত তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। ‘অধিকাংশ ক্ষেপণাস্ত্র’ প্রতিহত করা হয়েছে এবং ‘কোন উড়োজাহাজের’ ক্ষয়ক্ষতি হয়নি।
পাকিস্তান সামরিক মুখপাত্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘এখন শুধু আমাদের জবাবের অপেক্ষা করুন।’
যেসব বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হলো ‘রাওয়ালপিন্ডি নূর খান‘ বিমানঘাঁটি। এটি পাকিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লির ‘উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।’
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।
এসএ