সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি। রবিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট খেলোয়াড়েরা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান। বাংলাদেশ দলে আছেন, সাফ চ্যাম্পিয়ন দলের ৬ সদস্য। নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক ও কোচ।
দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাভাবিক ভাবেই ওঠে মূল দলের কথা। এতে জানানো হয়, সাফ জয়ের পর প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সংবর্ধনা ও আর্থিক সহায়তা পেয়েছেন খেলোয়াড়েরা। কিন্তু খোদ বাফুফে ও বিসিবির ঘোষিত পুরস্কারের অর্থ এখনো পাননি তারা।
তবে এসবের উর্ধ্বে থেকে নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে চান খেলোয়াড়েরা।