দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি শে–রে–বাংলা নগর অবস্থিত শহীদ জিয়ার সমাধিস্থলে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশান, ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তারেক রহমান।
উল্লেখ্য, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেষবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এসএ