শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

১৯ দেশের প্রতিনিধিরা প্রশিক্ষণ নিচ্ছেন সাভারের বিএলআরআই এ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রাণিসম্পদের জুনোটিক ও আন্তঃসীমান্তীয় রোগসমূহ প্রতিরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সাভারস্থ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে বাংলাদেশসহ ১৯টি দেশের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে নেক্সট জিনোম সিকুয়েন্সিং এর উপর পাঁচ দিনের প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া তৃতীয় দিনের কার্যক্রমটি বিএলআরআই’র প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের ভবনের চারতলায় অডিটোরিয়ামে চলছে৷ প্রশিক্ষণটি চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে অনুষ্ঠিত রেজিওনাল ট্রেনিং কোর্স অন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইউসিং ইলুমিনিয়া প্লাটফর্ম কোর্সশীর্ষক প্রশিক্ষণ কোর্সটি ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) ও ফুড এন্ড এগ্রিকালাচার অগ্রানাইজেশন (এফএও) এর যৌথ আয়োজনে অস্ট্রিয়া, বেলজিয়াম ও ইউকের তিনজন প্রশিক্ষকের তত্ত্ববধানে প্রশিক্ষণটি পরিচালনা করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর প্রাণিস্বাস্থ্য গবেষণাা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ। প্রশিক্ষণে কাতার, ব্রুনেই, ওমান, জর্ডান, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, শ্রীলংকা, ইরাক, ইরান, ইন্দোনেশিয়াসহ ১৮টি দেশের ২৬ জন ও বাংলাদেশের ৪ জনসহ মোট ৩০ জন অংশ নিয়েছেন।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর ব্র্যাক সিডিএম, সাভার এ প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইএর টেকনিক্যাল অফিসার ড. ইভানচু এবং সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

বিএলআরআই মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন জানান, মলিকুলার পর্যায়ের এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীবৃন্দ হাতে কলমে স্যাম্পল প্রিপারেশন, জিনোমিক এক্সট্রাকশন, সিডিএনএ সিনথেসিসসহ ইলুমিনা নেক্সটসেক ২০০০ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নমুনা বিশ্লেষণ করে জিনোমিক ডাটা তৈরি করতে সক্ষম হবেন। জিনোমিক ডাটা প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে জীনগত বৈশিষ্ট্যায়নের কৌশল আয়ত্ব করতে পারবেন।প্রশিক্ষণটি প্রাণিসম্পদের জুনোটিক ও আন্তঃসীমান্তীয় রোগসমূহ প্রতিরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এম এ হালিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More