১৩ বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে। সব প্রতিকূলতা কাটিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরবে সেখানে, এখন এটাই প্রাণের দাবি রাজশাহীবাসীর।
রাজশাহীর তেরোখাদিয়া এলাকায় ২০০১ সালে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম। বর্তমানে জাতীয় ক্রিকেট লিগ, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট, জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৮, ১৯ সহ, জাতীয় দলের অনুশীলন ম্যাচও হয় এ স্টেডিয়ামে।
এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ দেখতে চায় রাজশাহীবাসী। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে।
রাজশাহী স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার।
আল/দীপ্ত