বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাতে ঢাকায় পা রাখার পরদিনই তিনি মিরপুর শেরে-ই বাংলা মাঠে হাজির হয়েছেন। সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু।
আগেই তিন সংস্করণের কোচ হিসাবে দুই বছরের জন্য চুক্তি হয়েছে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। বিসিবির সঙ্গে আজ আলোচনায় বসার কথা হাথুরুর। আগামীকাল শুরু অনুশীলনে থাকবেন এই ‘কড়া হেডমাস্টার’। এদিকে হাথুরুর ফেরার দিনেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ ফেব্রুয়ারি ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল বড় হচ্ছে এবার। একজন বাড়িয়ে স্কোয়াড করা হবে ১৫ জনে। গতকাল ঢাকায় পা দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত হাথুরুসিংহে।
আর এ ১৫তম সদস্য হিসেবে ডাকা হয়েছে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বিকে।
আল//দীপ্ত