সবার জন্য প্রযুক্তিগত, পেশাগত ও জীবন ভিত্তিক দক্ষতার প্রশিক্ষণে, “হাতেকলমে” নামে একটি ই–লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছে ডিজিটাল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ইউটিউবে ‘হাতেকলমে‘ চ্যানেল, ফেসবুক পেইজ ও হাতে কলমে ডট কমে বিনামূল্যে যে কেউ এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
প্রথম ধাপে পূর্ণাঙ্গ ২টি কোর্স নিয়ে ‘হাতেকলমে‘ প্রকল্পটি চালু হয়েছে। এগুলো হলো মোবাইল মেরামত ও কেয়ার গিভিং।
শিগগিরই হাউস কিপিং, গ্রাফিক ডিজাইন, প্লাম্বিং ও পাইপ ফিটিং, ইলেকট্রিশিয়ান, সেলাই মেশিন চালনা এবং ওয়েল্ডিং যুক্ত হবে।
এসএ/দীপ্ত নিউজ