রাজধানীর হাজারীবাগের ঝাউচরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচরের মোড় টিনশেড বস্তি ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে ১১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুপুর ১২টা ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, এখন আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে।