শিলাবৃষ্টিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩৯৯ হেক্টর আমন ধান ও ৮০ হেক্টর শাক–সবজির ক্ষেত নষ্ট হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত ব্যাপক শিলাবৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টিতে চলতি মৌসুমের রোপা আমন ও শীতকালীন শাক–সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ বৃষ্টিপাতে ৩৯৯ হেক্টর আমন ধান ও ৮০ হেক্টর শাক–সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এতে স্থানীয় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
শিলাবৃষ্টির ফলে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল এবং বানিয়াচং উপজেলার কৃষকদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলায় ২৯৫ হেক্টর আমন এবং ৫৪ হেক্টর শাক–সবজির ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে গোপায়া, লস্করপুর ও নিজামপুর ইউনিয়নের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা এখন পুঁজির অভাবে চাষের লোকসান পুষিয়ে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, শিলাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং স্থানীয় কৃষকদের জন্য এ পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।