সরকার পয়লা ফেব্রুয়ারি থেকে চিনির নতুন মূল্য কার্যকরের কথা বললেও, রাজধানীর বাজারে এরইমধ্যে বেড়ে গেছে দাম। অনেক দোকানে বাড়তি দামেও তা মিলছে না। ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় অনেক দোকানি চিনি মজুত করে রাখছেন।
এদিকে, রোজার আগেই বাড়তে শুরু করেছে ছোলাসহ নিত্যপণ্যের দাম। বৃহস্পতিবার ৫ টাকা বাড়িয়ে চিনির নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকরের কথা থাকলেও, এখনই চিনির দাম বাড়িয়ে দিয়েছে মুদিদোকানীরা। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট তৈরিরও।
রোজা শুরুর এখনও দেড় মাস বাকি। অথচ নিত্যপণ্যের বাজারে, এরইমধ্যে অস্থিতিশীলতা শুরু হয়েছে। কারওয়ানবাজারে বেড়েছে শাকসবজির দাম। বিশেষ করে বেগুন, শষা, টমেটো, গাজরসহ প্রায় প্রতিটি সবজির দাম উর্ধমূখী। এতোকিছুর মাঝেও ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, পেঁয়াজের বাজারে। রমজান মাসেও এই দাম অপরিবর্তিত রাখতে, নজরদারি বাড়ানোর দাবি তাদের।
এদিকে এগারো’শো টাকার নিচে মিলছে না, এক কেজি খাসির মাংস। গরুর মাংসের দামও চড়া। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি।
মাছ বাজারেও স্বস্তি নেই। চাষের মাছ কিছুটা স্বাভাবিক দাম হলেও, নদীর মাছ বলে যা বিক্রি হচ্ছে, তার দাম নাগালের বাইরে। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে, রোজায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে, তদারকি বাড়ানোর তাগিদ দেন ভোক্তারা।