আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক শাকিল আহসান ওরফে শাকিল খান।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।
এসময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, ইউপি সদস্য চম্পক কুন্ডু, মল্লিক মহিদুল ইসলাম ও হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে হাবিবুন নাহার তালুকদার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ্য ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান, মোঃ সুজন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ–সভাপতি রাকিবুল ইসলাম রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাগেরহাট–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মিস্টার মেনোওয়েল সরকার নামের একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া, বাগেরহাট–২ আসন থেকে জাকের পার্টি থেকে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুল ইসলাম ও জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম ফারুক চান। বাগেরহাট–৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম,আর জামিল হোসাইন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মামুন আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ