কিশোরগঞ্জ, পাকুন্দিয়ায় উপজেলায় পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীরা হলো– উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে শিক্ষার্থী।
চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আমিনুল হক জানান, আজ স্কুলে বাংলা প্রথম পত্রের শ্রেণি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে ৩ ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কবলে পড়ে তারা। বজ্রপাতে ঘটনাস্থলেই ফারিয়া ও আদ্রিতা মারা যায়। আর গুরুতর আহত হয় হিমা। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিমারও মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফনের জন্য নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
এসএ