১৮
সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুইডেনের পশ্চিমাঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারী রিসবার্গস্কা নামের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে এখন পর্যন্ত হামলার কারণে জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।