পেঁয়াজ রপ্তানির ওপর ভারত বিধিনিষেধ আরোপ করায়, হঠাৎ করেই দেশের বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষিধের খবর প্রকাশের পরই, অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার।
ঘোষণার পরপরই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে রাতারাতি বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। যশোরের বাজারগুলোতে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে, ১৮০ থেক ২০০ টাকায়। এতে বিপাতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বরগুনায় আড়ৎ ও খুচরা দোকানগুলোতে দ্বিগুণ হয়ে গেছে পেঁয়াজের দাম। ক্রেতাদের অভিযোগ, যে যার খুশি মতো অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে।
এদিকে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের খাতুণগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে অভিযানের সময় ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আলু ও পেঁয়াজের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী
আল/ দীপ্ত সংবাদ