ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর (২৫) হত্যার ঘটনাকে কেন্দ্র করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৫ মে) ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রদল ও বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে ক্যাম্পাসে কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্ধ–দিবস ক্লাস–পরীক্ষা বন্ধ থাকার ঘোষণাকে প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচিও পালন করেছেন তারা।
এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা দেয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে।
কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।