সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

সাংবাদিক সুভাষের স্মরনসভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন

সাতক্ষীরার এনটিভির প্রয়াত স্টাফ রিপোর্টার সুভাষ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও সুভাষের সৌরভগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরার সাংবাদিক সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সুভাষের সৌরভবইটির মোড়ক উন্মোচন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রয়াত সুভাষ চৌধুরীর সহধর্মিণী মিনতি চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুভাষ চৌধুরী ছিলেন সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান। তিনি যুগ যুগ ধরে সাংবাদিকদের মাঝেই বেঁচে থাকবেন। তিনি মারা যাবার পর তার ছেলে চন্দন চৌধুরীকে একটি পক্ষ ষড়যন্ত্র করে সাংবাদিকতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। খুব শীঘ্রই তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সমাজসেবক আবুল কালাম বাবলা, নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মোহনা টিভি প্রতিনিধি আব্দুল জলিল, আরটিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২২ সালের আজকের দিনে(২০ সেপ্টেম্বর) সাংবাদিক সুভাষ চৌধুরী বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনটিভির স্টাফ রিপোর্টার ও যুগান্তরের জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More