সমুদ্রের করাল গ্রাসে প্রতি বছর ১৫ থেকে ২০ মিটার প্রসস্থতা হারাচ্ছে সূর্যদয় সূর্যাস্তের বেলীভূমি কুয়াকাটা সৈকত।
ক্রমশই ছোট হয়ে আসছে সৈকতের মানচিত্র। ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বিভাগ দীর্ঘ ৪ বছরে ৮ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ ফেলেও কোন উন্নতি হয়নি। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মানের দাবি পর্যটক সহ স্থানীয়দের।
কুয়াকাটা হুইসেন পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব ইউসুফ হাওলাদার বলেন, প্রায় ২০ বছর আগে সৈকতের প্রস্থ ছিলো ৫ কিলোমিটার। মূল বেড়িবাঁধের পর সৈকতের বিশাল এলাকাজুড়ে ছিলো কড়ই বাগান, তেঁতুল বাগান ও ঝাউবন সহ বানঞ্চল। কিন্তু এখন তা এসে দাড়িয়েছে মাত্র ১ কিলোমিটারে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ জানান, সৈকতের ভাঙ্গন রক্ষায় ৬৮ টি গ্রোয়েন বাঁধ নির্মানের লক্ষে ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে ।
অব্যাহত ভাঙ্গনে ইতিমধ্যে সমুদ্রে বিলীন হয়েছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, ঝাউ বাগান ও জাতীয় উদ্যান সহ বহু স্থাপনা। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে সৈকতের জিরো পয়েন্টের মসজিদ ও মন্দির সহ পর্যটন সংশ্লিষ্ট দোকান পাট।
এসএ/দীপ্ত নিউজ