সিরিজ জিততে মরিয়া মিরাজ বাহিনী। পাল্লেকেলের পিচ বেশি ব্যাটিংবান্ধব ও স্পিন বান্ধব; সেজন্য টাইগারদের তিন স্পিনারকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় অঘোষিত ফাইনালে নির্ধারিত হবে সিরিজের ট্রফি।
এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত রয়েছেন ইনজুরিতে। শেষ পর্যন্ত তাকে পাওয়া না গেলে তার জায়গায় নাইম শেখের সুযোগ হতে পারে।
এছাড়া আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ডান–হাতি পেসার তাসকিন আহমেদকে। হাসান মাহমুদের জায়গায় আজ তিনি আবার একাদশে ফিরবেন। শামীম হোসেন চোট পেলেও তার খেলতে হয়তো সমস্যা হবে না।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।