শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শেরপুরের চাষীরা। জেলা কৃষি বিভাগের আশা, এবার দুই লাখ টন সবজি উৎপাদন হবে। যা দাম কমাতে ভূমিকা রাখবে।
শেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, পালং ও লালশাকসহ শীতকালীন নানা জাতের সবজি। কাকডাকা ভোর থেকে এসব সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন চাষীরা। অল্প কিছুদিনের মধ্যে বাজারে উঠবে এসব সবজি। তাই দম ফেলার সুযোগ নেই চাষীদের। শীতকালীন সবজি বাজারে আসার সাথে সাথে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শেরপুর জেলায় এবার ৮ হাজার ৫৬২ হেক্টর জমিতে ৩১ প্রকারের শাক-সবজি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ মেট্রিক টন।