বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাব্য সংকলনের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট।
সোমবার (২৭ মে) বিকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফ্রেঞ্চ দূতাবাসের সাংস্কৃতিক দপ্তর অলিয়ঁস ফ্রসেঁজের মূল মিলনায়তনে “স্বদেশপ্রত্যাবর্তন” শীর্ষক এই কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার।
অনুষ্ঠানের সমন্বয় ও উপাস্থাপনায় ছিলেন পিস অ্যান্ড হারমনি ট্রাস্পের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল কবি আনিস মুহম্মদ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নানা চড়াই–উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন জননেত্রী শেখ হাসিনা।
এসএ/দীপ্ত সংবাদ