শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার (৯ আগস্ট) ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
জয় বলেন, ‘আমার মা কখনও অফিশিয়ালি পদত্যাগ করেননি। সেই সময়ই পাননি তিনি।‘
হাসিনাপুত্র আরও বলেন, ‘তার পরিকল্পনা ছিল, দেশবাসীর উদ্দেশে একটা বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করবেন। কিন্ত আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। আমার মা ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। সংবিধান অনুযায়ী, উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।‘
‘বৈধ প্রধানমন্ত্রীকে’ বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ করার মতো জানিয়ে জয় বলেন, যদিও প্রেসিডেন্ট সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে ‘আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’।
জয় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘মা এই মেয়াদের পর অবসর নিতে যাচ্ছেন। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনা করব।‘
‘গ্রেপ্তারের হুমকিতে আমার মা কখনো ভয় পাননি’ উল্লেখ করে হাসিনাপুত্র জানান, ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।
‘আমার মা কোনো অন্যায় করেননি’ জানিয়ে জয় বলেন, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে, তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন। তার মানে এই নয় যে আমার মা এর জন্য দায়ী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এসএ/দীপ্ত সংবাদ