৮
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন।
সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্র থেকে ব্যালটগুলো ডিন অফিসে নেওয়া হচ্ছে, সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে। এখন ব্যালটগুলো পৃথক করে গণনার প্রস্তুতি চলছে।