মায়োর্কাকে ১–০ গোলে হারিয়ে, স্প্যানিশ লা লিগা‘র শিরোপার আরো কাছে পৌঁছে গেলো বার্সেলোনা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
মূল একাদশে সাত পরিবর্তন নিয়ে অলিম্পিক স্টেডিয়ামে নামে বার্সেলোনা।
ঘরের মাঠে, ম্যাচের প্রথমার্ধে মোট ২৪টি শট নিয়েও গোলবঞ্চিত হয় ক্লাবটি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ওলমোর গোলে লিড পায় বার্সা। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণের আরেকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লামিনে ইয়ামালে। তাতে এক গোলে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কাতালানদের। ৩৩ ম্যাচে বার্সা‘র অর্জন ৭৬ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৯।
আল