যুক্তরাজ্যের লন্ডন শহরে শায়ান এফ রহমান মালিকানাধীন দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। অর্থাৎ এখন এ দুটি সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করতে পারবেন না শায়ান, যা তিনি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন।
প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস (এফটি) এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
শায়ান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে।
প্রতিবেদন অনুযায়ী, জব্দকৃত সম্পদের একটি হচ্ছে লন্ডনের অভিজাত এলাকা ১৭ গ্রসভেনর স্কয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে অবস্থিত একটি বাড়ি, যা ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।
যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন শেখ রেহানা—যিনি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা—কখনও কখনও গ্রেশাম গার্ডেনসের ওই বাড়িতে থাকতেন। তবে এখনো তিনি সেখানে থাকেন কি না, তা নিশ্চিত নয়।
ব্রিটেন ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক বিবৃতিতে বলেছে: “আমরা চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”
উল্লেখ্য, এফটি প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনা শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এসএ