ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দর রানওয়ের পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখলেন পাইলট।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রায় ৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়—সাদা কুর্তা–পাজামা পরা এক বৃদ্ধ বিমান থেকে অল্প দূরত্বে রানওয়ের ঘাসের ওপর বসে আছেন। একই সময়ে বোর্ডিং অপেক্ষায় থাকা যাত্রীদের লাইনও পেছনে দেখা যায়।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন—কেউ ঘটনাটিকে হাস্যরস হিসেবে নিচ্ছেন, আবার কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
একজন মন্তব্য করেছেন, “বিমান ভ্রমণ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে, কিন্তু ন্যূনতম শৃঙ্খলা মেনে চলাও জরুরি।”
অন্য একজন লিখেছেন, ‘প্রস্রাব করার সঠিক পদ্ধতি।’
কেউ কেউ আবার পাইলটের সমালোচনাতেই সরব হয়েছেন। লিখেছেন, ‘বৃদ্ধ মানুষ। ভুল হতেই পারে। কিন্তু পাইলট যা করেছেন তা শোভনীয় নয়। এভাবে কারও প্রস্রাব করার ভিডিও ক্যামেরাবন্দি করে তা পোস্ট করা অনুচিত।’
এসএ