প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি‘ গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন ৭ কলেজে শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, মহাখালী সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নানা টালবাহানা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি‘ অধ্যাদেশ পিছিয়ে দেয়া হচ্ছে । বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সায়েন্সল্যাব মোড় অবরোধ
দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা। এসময় তারা ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগান দিতে থাকে।
সায়েন্সল্যাব মোড় অবরোধ করার কারণে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাঁতিবাজার অবরোধ
কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধের ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
লালবাগ জোন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনিক্যাল মোড় অবরোধ
দুপুর ১২টা ১০ মিনিট থেকে বাংলা কলেজ শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করে অবস্থান নেন। এসময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মহাখালী অবরোধ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। পরে পুলিশ সহয়তায় সড়ক স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ট্রাফিক গুলশান জোন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, শিক্ষার্থীরা ১৫ মিনিট মতো অবরোধ করেছিল। বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।
এসএ