রমজানে শুরুর অনেক আগে থেকেই বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি, সবকিছুর দামই উর্ধ্বমুখী। তবে গত দুদিন ধরে কমেছে মুরগির দাম।
এদিকে মূল্য নিয়ন্ত্রণে মুরগির বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানো হচ্ছে। খুচরা বিক্রেতাদের বেশকিছু অনিয়ম ধরা পড়ে অভিযানে। কম দামে কিনে অতিরিক্ত দামে বিক্রি করায় দোকানিদের সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
একজন বিক্রেতা বলেন, বাজার এখন স্থীর হয়ে গেছে, এখন আপাতত কোনো কিছু বাড়তি নেই।
এদিকে খাশির মাংস ১১শ’ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। চাষের মাছের দামও নাগালের বাইরে।
একজন ক্রেতা বলেন, সরকার যখন চাপ দেয় তখন এরা দাম কমায়, একটু চাপ না দিলে তারা আর কমায় না, তখন এরা বাড়ায় এরা নিজেরাই বাড়ায়।
ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্বুল জব্বার মন্ডল বলেন, গতকাল ১৮০ টাকা করে ক্রয় করে বয়লার মুরগী বিক্রি করেছে তারা ২০০ টাকা করে। আজকে তারা এই একই বয়লার মুরগী ক্রয় করেছে ১৭০ টাকা কিন্তু বিক্রয় করা হচ্ছে ২০০ টাকা করে। তবে একটি দোকানে আমরা দেখলাম ১৯০ করে বিক্রয় করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত থাকবে।
অনু/দীপ্ত সংবাদ