শুরু হলো ভাষার মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি, ঢাকার রাজপথে যারা ভাষার জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন, তাদের অমলিন স্মৃতি স্মরণের মাস এই ফেব্রুয়ারি। প্রতিবছরের মত এবারও ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকালে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বে বাঙালির কাছে ফেব্রুয়ারি ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস।
বাঙালির যেকোনো অর্জনের পেছনেই রয়েছে আত্মত্যাগ। ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা‘- ১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের গভর্নর মুহম্মদ আলী জিন্নাহর এই ঘোষণার পরই প্রতিবাদে ফুঁসে উঠে ঢাকার ছাত্র সমাজ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন। তৎকালীন ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি এলে, আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ হারান রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে।
ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ ঘোষণা করে ইউনেস্কো। দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
ফেব্রুয়ারির প্রথমদিন থেকেই থাকবে সামাজিক–সাংস্কৃতিক নানা আয়োজন। পুরো মাসজুড়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা জানাবে বাঙালি জাতি।
আরও পড়ুন: চলছে একুশে গ্রন্থমেলার জোর প্রস্তুতি
আল / দীপ্ত সংবাদ