বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা কমান্ড কাউন্সিলের অর্থ কেলেঙ্কারীর দায়ে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করায় ওই কমিটি থেকে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ গণপদত্যাগ করেছেন। রবিবার (২৬ মার্চ) বিকেলে ফেনী শহরের ফাইভ স্টার হোটেল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই গণপদত্যাগের লিখিত ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন: ফেনী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, তথ্য বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মমিন, পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম শেখ মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা কমিটির সদস্য মিজান মিয়াজী, বোরহান উদ্দিন, মিজানুর রহমান, ফেনী পৌর কমিটির আহবায়ক খালিদ মোহাম্মদ আলী রাসেল, সোনাগাজীর সদস্য শফিকুল মাওলা। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী জেলা কমিটির অনেকে ফেনী শহরের বাইরে থাকায় স্বশরীরে উপস্থিত না হতে পারলেও তারা কমিটির সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করেছেন বলে জানিয়েছেন পদত্যাগী সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন- বিগত ৬ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা কমিটি সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি। মূলত অর্থ কেলেঙ্কারির দায়ে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। সেহেতু সাংগঠনিক শূন্যতা পূরণের লক্ষ্যে ১১ মার্চ সাবেক জেলা কমিটি ও উপজেলা কমিটির ৪০ সদস্য একত্রিত হয়ে সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক একটি আহ্বায়ক কমিটির প্রস্তাব করা হয়। এর মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির সাথে সাবেক জেলা কমিটির সদস্যদের সাথে ঢাকায় ও ফেনীতে আলোচনা হয় এবং ৫ সদস্য একটি সার্চ কমিটি গঠন করার কথা জানানো হয়। কিন্তু কেন্দ্রীয় কমিটির সব আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২৫ মার্চ রাতে পূর্বের কমিটির পূনর্বহালের ঘোষণা দেন।
কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তকে অসাংগঠনিক, হঠকারী এবং হাস্যকর বলে মনে করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় কমিটির অসংগঠনিক ও হাস্যকর সিদ্ধান্তের প্রতিবাদে ফেনী জেলা কমিটির যাবতীয় কার্যক্রম থেকে প্রত্যাহার করে পদত্যাগ করেন তারা।
এমি/দীপ্ত