মহালয়ার মধ্য দিয়ে আজ দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সনাতন ধর্মের অনুসারীদের মতে, মহালয়ার তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন।
নারায়ণগঞ্জে দেওভোগ লক্ষ্মী নারায়ণ বারোয়ারি পূজা উদযাপন কমিটি তৃতীয়বারের মতো ব্যতিক্রমী মহালয়ার আয়োজন করেছে। ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবী দুর্গার অসুর বধ, নাচ ও গানের মাধ্যমে এই অনুষ্ঠান ফুটিয়ে তোলা হয়।
নারায়ণগঞ্জের শহরের টানবাজার, সাহাপাড়া, মিনাবাজার, ডালপট্টি, নিতাইগঞ্জ, আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রম, নন্দীপাড়া, পালপাড়া, নতুন পালপাড়া, দেওভোগ রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, দেওভোগ দুর্গা মন্দিরসহ শহরের বিভিন্ন এলাকার ছোট বড় আকারের পূজা হয়। এসব পূজা দেখতে ষষ্ঠী থেকে দশমীর ভোর পর্যন্ত ভক্ত–দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।
রাজশাহী শহরে চন্ডিপাঠের মাধ্যমে শুরু হয় মহালয়া। ভোর থেকে মন্দিরে মন্দিরে দেবী দুর্গার বন্দনায় পূজা–অর্চনা চলে। বরগুনায় আগমনী সঙ্গীত, চন্ডিপাঠ, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মহালয়ার আয়োজন করা হয়।
আল/ দীপ্ত সংবাদ