দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।
আরও পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
এদিকে নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পাওয়ার পরপরই ইসি চত্বরে উল্লাসে ফেটে পড়েন মাহি। ফটোসাংবাদিকদের সামনে আঙুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
নিজের ফেসবুক পেজে এ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করতে ফেসবুক পোস্টে মাহি তিনবার লিখেছেন, “আলহামদুলিল্লাহ“।
এসএ/দীপ্ত নিউজ