শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। টানা কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্যের তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী পাঁচদিন রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজ্যে অসামাজিক উপাদান, ছবি, ঘৃণাত্মক বক্তব্য এবং ঘৃণামূলক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা জনগণের আবেগকে উস্কে দিচ্ছে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক সেনা সদস্য এবং এক নারীর মৃত্যুর পর গত সোমবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় ড্রোন ও রকেট লঞ্চারের মতো উচ্চ প্রযুক্তির সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্রমে নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
আল/ দীপ্ত সংবাদ