ভারতের আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যের সোনিতপুর। খবর এনডিটিভির।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের জেরে পাকিস্তানের বেশকিছু অংশ কেঁপে ওঠে। দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান–তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।
এক বিবৃতিতে পিএমডি বলেছে, রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রতিবেদনে আরও বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পাশের রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে।
অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবিবার সকালের এ ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।
এফএম/দীপ্ত নিউজ