ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাস বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে। তিনি রাজধানী শ্যামবাজার এলাকায় ব্যবসা করেন।
আহতরা হলেন– ফাতেমার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় কুলসুম বেগম নবজাতক কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমসহ ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। হঠাৎ সড়কের পাশের একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন এবং আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ি পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এসএ