ভারতে এবারের ফেব্রুয়ারি মাসটি ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল। এ মাসে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায় , সারাদেশে এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশেষজ্ঞরা ১৯০১ সাল থেকে ভারতে এত গরম ফেব্রুয়ারি দেখেননি।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) কর্মকর্তারা জানিয়েছন, আইএমডি ১৯০১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে। সেই হিসাব অনুসারে সর্বোচ্চ উষ্ণ মাস ছিল ফেব্রুয়ারি।চলতি বছর ভারতের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে । আইএমডি বলছে, মার্চ থেকে মে মাসে উত্তর-পূর্ব ভারত, পূর্ব ও মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার উচ্চ সম্ভাবনা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে যে দেশটিতে তীব্র গরমে কাটবে চলতি গ্রীষ্মকাল।
অনু/দীপ্ত সংবাদ