২৯
ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী–শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলায় থালাপাতির দল তামিলাগা ভেত্রি কাজাগাম–টিভিকের জনসভায় এ ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ ও ছয়টি শিশু রয়েছে। ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যায়। ওই সময় পদদলনের ঘটনা ঘটে।