বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার জয়জয়কার চলছেই। শত আক্ষেপ ঘুচিয়ে মরুর দেশে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। বিশ্বজয়ের পরও জয়রথ অব্যাহত আছে ফিফার শীর্ষ র্যাংকিংধারীদের। এবার কনমেবল অনূর্ধ্ব–১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হলো আকাশী–সাদা বাহিনী।
রবিবার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে ফাইনাল খেলতে নামে দু‘দল।
ফুটবলে ব্রাজিল–আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।
কনমেবল অনূর্ধ্ব–১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগেও আরও একবার একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।
আল / দীপ্ত সংবাদ