কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, শিগগিরই আম দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে উন্নত পদ্ধতিতে ও উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ আম উৎপাদিত হচ্ছে। চলতি বছর আমের রফতানি অনেক বেড়েছে। শিগগিরিই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে।‘
এছাড়া রফতানি আয় শুধু গার্মেন্টসনির্ভর না রেখে বহুমুখী করার চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আম, শাক–সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। টাটকা আমের পাশাপাশি আম প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রফতানি করা হবে।‘
এদিকে শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের কোল্ডস্টোরেজ ও ছত্রজিতপুরে পলিনেট হাউজে বিভিন্ন ফসলের চাষাবাদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, ‘দেশে ভাতের কোনো অভাব নেই। খাদ্যের কোনো সংকট নেই, কোনো দুর্ভিক্ষ নেই। আধুনিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে দেশ।‘
আধুনিক প্রযুক্তির পলিনেট হাউজে সারা বছর বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এই পলিনেট প্রযুক্তি আগামীতে দেশের গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়া হবে।‘
আর আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর প্রমুখ।
আফ/দীপ্ত নিউজ