রোজার আগেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়ে গিয়েছে ছোলা, মসুর ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম। পরিস্থিতি সামাল দিতে তদারকি করার জোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন কাঁচা বাজার। ছুটির দিনে এখান থেকেই বাজার করেন স্থানীয়রা। আশপাশের এলাকা থেকেও বাসিন্দারা আসেন। সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায়, অনেকটা অসহায় নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবীরা।
রোজার আগেই বেড়েছে ছোলা, মসুর ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম। আর চিনির সঙ্কট–ই যেন এখন স্বাভাবিক ঘটনা। স্বস্তি নেই মাছ বাজারেও। ছোট কিংবা বড়, সবই কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ডিমের দাম ডজন ১৫০ টাকা। মাংসের বাজারও গরম। ১ কেজি গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে ৬৬০ থেকে ৭০০ টাকা। আর খাসির মাংসে টাকার পরিমাণ হাজার ছাড়িয়েছে।
এফএম/দীপ্ত