বৃষ্টি বন্ধ হলে, এডিস মশার বংশবৃদ্ধি হবে। তখন ডেঙ্গু পরিস্থিতির আরেক দফা অবনতি হতে পারে, এমনই শঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই অবস্থায় সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।
শিশু থেকে বৃদ্ধ, ডেঙ্গু থেকে কেউ–ই রেহাই পাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হন। জুন ও জুলাইয়ে ভর্তি হয়েছেন ৫,৯০০ জনের বেশি রোগী। আর আগস্টের প্রথম দুই সপ্তাহে ভর্তি হয়েছেন ১,৫৭৭ জন।
ঢাকার বাইরে থেকেও প্রতিদিন রোগী আসছে। অনেকে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কয়েকদিন ধরে রাজধানীতে প্রায়ই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে, পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। প্রাণহানি কমাতে জ্বর হলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখন ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে বলে জানিয়েছ স্বাস্থ্য অধিদপ্তর।
আল/দীপ্ত সংবাদ