বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ খাদ্য আমদানিকারক দেশ। এমনটাই জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি– এফএও।
সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রায় সোয়া কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে।
ওই বছর বাংলাদেশ ৯ কোটি ৩৩ লাখ টনের মতো কৃষিপণ্য উৎপাদন করেছে।
আমদানি করা খাদ্যদ্রব্যের মধ্যে গম, ভোজ্যতেল ও গুঁড়া দুধের জন্য বেশি ব্যয় করতে হয়।
এফএও বলছে, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, চায়ের মতো পণ্য ও বিভিন্ন ধরনের ফল রয়েছে।
আরও পড়ুন: চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষমাত্রার চেয়ে কম হতে পারে
এসএ/দীপ্ত নিউজ