গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। কাতারের আল বায়িত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।
অবশেষে এলো সেই বিশেষ দিন। মরুর দেশ কাতারে আর কিছুক্ষণ পরই শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের রঙে এখন পুরোপুরি রঙিন কাতারের রাজধানী দোহা। আসরজুড়ে অন্তত দেড় মিলিয়ন দর্শক গ্যালারি মাতাতে থাকছেন কাতারে।
ফাইনালের ভেন্যু লাসাইল স্টেডিয়াম, বা গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে সাতটি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু আহমাদ বিন আলী স্টেডিয়াম, সবই প্রস্তুত। প্রথমদিন মাঠের লড়াইয়ের জন্য তৈরি ইকুয়েডর ও কাতার। বিতর্ক আর বাইরের আলোচনা এখন আর মাথায় রাখছে না তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে যে বেশ জাঁকজমক হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই দর্শকরাও উচ্ছ্বসিত এসব আয়োজনকে ঘিরে। আগের দিন থেকেই খোলা হয়েছে ফ্যান জোনও। উঠে গেছে বিয়ার পানের নিষেধাজ্ঞাও।
এদিকে, শেষ দিনেও কাতারে গেছে কয়েকটি দল। রবিবার সকালে দোহা পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিমানবন্দরে ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। এর আগে, ভোরে দোহায় পৌঁছায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও।
অন্যদিকে, শেষ দিনে এসে দুঃসংবাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এবারের ব্যালন ডি’অরজয়ী আর দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমার বিশ্বকাপ মিশনই শেষ হয়ে গেছে অনুশীলনে চোট পাওয়ায়। এবারের আসরে আর খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ তারকা।