বিগত ১৫ বছরে দেশে কী ধরনের সাংবাদিকতা হয়েছে তার পুনর্মূল্যায়ন হওয়া দরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ব্যাপারে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানী কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে তিনি এ কথা জানান।
গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনার ওই অনুষ্ঠানের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
শফিকুল আলম বলেন, বিগত সরকারের সময় সাংবাদিকতা অনেকাংশে নিয়ন্ত্রিত ছিল। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার করেছে।
তিনি বলেন, সাংবাদিকতা শুরুর বেতন ন্যুনতম ৩০ হাজার টাকা হওয়া দরকার। ওয়েজ বোর্ড জটিলতায় না গিয়ে বিকল্প উপায় খুঁজতে হবে। প্রত্যেক মিডিয়া হাউজের সোশ্যাল মিডিয়া নীতিমালা থাকা দরকার।
প্রেস সচিব আরও বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। ভুল সংবাদ হলে তা বলার আলাদা উপায় রয়েছে, হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারান্টি নয়। যে ব্যক্তি মিথ্যা তথ্য ছড়ায়, তাকে প্ল্যাটফর্ম দেয়া কেনো উচিত?
অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ বলেন, আমরা যেসব সুপারিশ দিয়েছি, সরকার যেন সেগুলোর কিছু অন্তত অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে।
এসএ